নেত্রকোনায় কাভার্ডভ্যানের চাপায় আনসার সদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে কাভার্ডভ্যান চাপায় শিহাব উদ্দিন খান নামের এক আনসার সদস্য নিহত হয়েছে।
গতকাল রাতে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিহাব উদ্দিন ও মাহবুবুর রহমান মোটরসাইকেলে নেত্রকোনা জেলা শহর থেকে খালিয়াজুরি উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে মদন উপজেলা মডেল মসজিদ সংলগ্ন পণ্যবাহী একটি কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দেয়। আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তিনি পূর্বধলা উপজেলার এক ইউনিয়নে আনসার কমান্ডার পদে কর্মরত ছিলেন।