নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় রেস্টুরেন্টের এক কর্মচারীর নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় রেস্টুরেন্টের দুই কর্মচারীর মধ্যে সংঘর্ষে ইসমাইল নামে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বড়বাজার এলাকার সালতি রেস্টুরেন্টে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল মামুনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শশা কাটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে কিল ঘুষিসহ হাতাহাতি বাধে। এসময় মামুনের কিল ঘুষিতে ইসমাইল পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।