নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় লবণের দাম বাড়ানোর গুজবে বাজারে অভিযান
- আপডেট সময় : ০৭:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৬৪১ বার পড়া হয়েছে
নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় লবণের দাম বাড়ানোর গুজবে বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
নেত্রকোনায় বিভিন্ন খুচরা বা পাইকারি বাজারে লবণের দাম বেড়েছে বলে “গুজব” ছড়ায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। এ খবরে ক্রেতা সাধারণ হুড়াহুড়ি করে লবণ কিনতে ভিড় জমিয়েছে বিভিন্ন দোকানে। এতে অনেক ব্যবসায়ী লবণ বিক্রি বন্ধ করে দেয়। এ ঘটনায় জেলার খালিয়াজুরী উপজেলায় হায়দার চৌধুরী নামে এক অসাধু ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালত ৩টি দোকানে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করে।
মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায়ও লবনের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এই তথ্যের ভিত্তিতে বাজার মনিটরিংয়ে নামে ভ্রাম্যমান আদালত। এ সময় লবন প্রতিকেজি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা যায়।
এছাড়াও হবিগঞ্জ, রাজশাহী নাটোরসহ বিভিন্ন জেলায় গুজব ছড়িয়ে লবনের দাম বাড়ানোর বিরুদ্ধ অভিযান পরিচালিত হয়।