নো বল আর ক্যাচ মিসের মাশুল দিলো বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নো বল আর ক্যাচ মিসের মাশুল দিলো বাংলাদেশ, বিদায় নিলো এশিয়া কাপ থেকে। বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিলো শ্রীলংকা। বাংলাদেশের দেয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ বল হাতে রেখে জয় পায় লঙ্কানরা।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলে ফেরার সুযোগ কাজে লাগাতে পারেননি সাব্বির রহমান। ফিরেছেন ৫ রানে। ৩৮ রান করে নিজেকে প্রমাণ করেছেন মেহেদী মিরাজ।
২৪ রান আসে সাকিবের ব্যাট থেকে। হতাশ করেছেন মুশফিক– তবে, মাহমুদউল্লাহ, আফিফ ও মোসাদ্দেকদের মাঝারি স্কোরে ৭ উইকেটে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। আফিফের ৩৯, মাহমুদউল্লাহ খেলেন ২২ রানের ইনিংস।
২৪ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। জবাবে কুশাল মেন্ডিসের ৬০ আর দাসুন শানাকার ৪৫ রানে জয় পায় শ্রীলংকা। তিন উইকেট নিয়ে আলো ছড়ালেও ৫১ রান দিয়ে ম্যাচ হারার কারণও এবাদত হোসেন।
এদিকে সাকিব আল হাসান বলেছে, মনোবল হারিয়েই শ্রীলংকার বিপক্ষে হারতে হয়েছে।
স্পিনারদের একাধিক নো-বলে হতাশ টাইগার অধিনায়ক। ভুল থেকে শিক্ষা নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো করার প্রতিশ্রুতি দিলেন সাকিব
আশাভঙ্গের আরও একটা ম্যাচ। তীরে তরী ডোবানোর যেন নিয়মে পরিণত হয়েছে বাংলাদেশ।
১৮৩ রান করার পরও এমন লজ্জার হার, অথচ ম্যাচের বেশির ভাগ সময় জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। স্নায়ুচাপ ধরে রাখতে না পারার মাশুল গুনতে হলো আরও একবার। যে ম্যাচে পরাজয় শুরু হতে না হতেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ।
ম্যাচটা কোথায় হারল বাংলাদেশ, শুধুই কি লঙ্কানদের দানবীয় ব্যাটি? নাকি বাংলাদেশ বোলাদের অধারাবাহিকতা। নো–ওয়াইডের ১২ রানের সঙ্গে ১২টি বাড়তি বলের হিসেব মিলালে পরিস্কার সব। মুশফিকের ক্যাস মিস, রিভিউ না নেয়াও ছিলো হারের অন্যতম কারণ।
শ্রীলংকার কাছে তো বটেই নিরপেক্ষ দর্শকের কাছে ম্যাচটা দারুণ মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের কাছে?।
শিখছি শিখবো বলে এই ফরম্যাটে ১৭ বছর পার অথচ এখনো শিখছে বাংলাদেশ। এখন প্রশ্ন আর কত?। বিশ্বকাপের পরেই বা কি বললেন বাংলাদেশ অধিনায়ক।