নো মাস্ক নো সার্ভিস ব্যাপকভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও দেশে দারিদ্র্যের হার কমেছে। মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এমন অর্থনীতির ওপর যাতে করোনার প্রভাব না লাগে সেজন্য আসন্ন শীতকালে সর্বত্র “নো মাস্ক নো সার্ভিস” আরও কঠোর করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে সীমিত পরিসরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ও মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়ালি এই সভায় যোগ দেন।
পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সভার বিস্তারিত তুলে ধরে বলেন, করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি যা হয়েছে তা সন্তোষজনক, কারণ দারিদ্রের হারও কমেছে।
বর্তমান পরিস্থিতিতে নো মাস্ক নো সার্ভিস ব্যাপকভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে তিনি বলেন সব দপ্তরে নির্দেশনা গেলেও লিখিত চিঠি প্রদান করা হবে।
২০২১ সালে ১৪ দিন সরকারি ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যেখানে সরকারি ছুটি ২২ দিন হলেও ৬ দিনই পড়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ।