নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হাইকোর্টের তলব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করার অভিযোগে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল বেঞ্চ- আদালত অবমাননার রুলসহ এ আদেশ দেন। আদেশে আগামী ১৬ মার্চ ড. ইউনূসকে ভার্চ্যুয়ালি হাইকোর্টে হাজির থেকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়। এর আগে আলোচনা ছাড়াই এক নোটিশের মাধ্যমে গ্রামীণ টেলিকমের ১০০ কর্মীকে ছাঁটাই করেন বলে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি নিয়ে ওই ১০০ কর্মীকে নিয়োগ দিতে আদেশ দেয় হাইকোর্ট। কিন্তু দীর্ঘদিনেও সে আদেশ প্রতিপালন না করায় ড. ইউনূসের বিরুদ্ধে এই আদেশ দেয় হাইকোর্ট।