নোয়াখালীতে আজওয়াদ হাসান তাবিবের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরের ছোট ছেলে আজওয়াদ হাসান তাবিবের আত্মার মাগফিরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কার্যালয়ে সেনবাগ পৌর কমিটির সভাপতি মোঃ হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফখর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবদুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির। ইফতার মাহফিলে হাসান মঞ্জুরের ছোট ছেলে মরহুম আজওয়াদ হাসান তাবিবের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপজেলা জাতীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।