নোয়াখালীতে তরুণীকে গলা, হাত-পায়ের রগ কেটে হত্যার ৪ দিন পর আসামি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে তরুণীকে গলা, হাত-পায়ের রগ কেটে হত্যার ৪ দিন পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর হত্যা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামী।
সংবাদ সম্মেলনে নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, সবজি ক্ষেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, মোবাইল ও ওড়না উদ্ধার করা হয়। গতকাল বিকেলে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুরের মিনহাজি বাড়ি থেকে হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক। শাহাদাত হোসেন জীবনের সাথে ফেইসবুক মেসেঞ্জারে ভুক্তভোগীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের চাপ দিলে সবজি ক্ষেতের নির্জন স্থানে নিয়ে ছুরি দিয়ে ওই তরুণীকে হত্যা করে আসামী।