নোয়াখালীতে শিশু মরিয়মকে চুরির সাত দিন পর উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নোয়াখালীতে দুই বছরের শিশু মরিয়মকে চুরির সাত দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়ন থেকে চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করে চাটখিল থানা পুলিশ।
১৯ অক্টোবর সকালে মরিয়মে’র মা কাজে যাওয়ার আগে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যান। দুপুরে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে ভুক্তভোগী শিশুর বাবা চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে ৭ দিন পর উদ্ধার এবং অভিযুক্ত নারীকে গ্রেফতার করে।