নোয়াখালীতে ২০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত
- আপডেট সময় : ০১:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে ২০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধারকৃত জায়গার চারিদিকে লাল পতাকা টানিয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। অভিযোগ রয়েছে উপজেলা আওয়ামী লীগ অফিসের সাইন বোর্ড লাগিয়ে দখলের পাঁয়তারা করেন স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।
নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় সোনাইমুড়ি -ঢাকা মহাসড়ক ও পৌর বাস টার্মিনাল সংলগ্ন আলীপুর মৌজায় খাস জমিতে দীর্ঘদিন যাবত চৌমুহনী পৌরসভার ময়লা আবর্জনা ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। হঠাৎ সেই খাস জমির ময়লা আবর্জনার উপর বেগমগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগ অফিসের সাইন বোর্ড লাগিয়ে বালু ফেলে জায়গা দখলের চেষ্টা করে একটি মহল। স্থানীয়রা জানান, সাংসদ মামানুর রশিদ কিরন নিজে জায়গায় এসে বালু ভরাটের হুকুম দিয়েছেন।
আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের নাম করে ৫০ শতক খাস জমি দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ করেন স্থানীয়রা । শনিবার বিকেলে বেগমগঞ্জ চৌরাস্তার আলীপুর মৌজার ৮১ শতাংশ খাস জমি উদ্ধার করে জেলা প্রশাসন।
দলের নাম ভাঙিয়ে বালু ফেলে জায়গা দখলের বিষয়টি তিনি অবগত নন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ এবিএম জাফর উল্যা । তিনি বলেন, যারা এই কাজটি করেছে তারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে ।
জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের মুঠোফোনে একাধিকবার ফোন ও মেসেজ দিয়েও সাড়া পাওয়া যায়নি।