নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সভাপতি খিজির খানের বাড়িতে হামলা-ভাঙচুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলির ঘটনার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিক্সা নিয়ে ১০/১২ জনের একটি দল মুখোশধারী খিজির হায়াত খানের বাড়ির সামনে আসে। পরে সংঘবদ্ধ হয়ে বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ ককটেলের বিষ্ফোরণ ও এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় হামলাকারিরা ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং দাঙ্গা-হাঙ্গামাসহ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী।