নোয়াখালীর ‘বীর বিক্রম শহীদ তরিক উল্যা স্টেডিয়াম’ খেলার উপযোগী করে গড়ে তোলার তাগিদ
- আপডেট সময় : ০৭:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কয়েক টন ঘাসের আস্তরণে ছেয়ে গেছে নোয়াখালী সেনবাগের কাবিলপুরের ‘বীর বিক্রম শহীদ তরিক উল্যা স্টেডিয়াম। দেখে বোঝার উপায় নেই এটি স্টেডিয়াম। খেলার উপযোগী করে গড়ে তোলার তাগিদ স্থানীয়দের। এতে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
নোয়াখালীর সেনবাগের ‘বীর বিক্রম শহীদ তরিক উল্যা স্টেডিয়াম। এই খেলার মাঠ এখন ঘাস উৎপাদনের রাজ্য। যা কেটে কক্সবাজারের উখিয়াসহ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। সঠিক তদারকি ও দেখভালের অভাবে এ স্টেডিয়াম চত্বর ইতোমধ্যে মাদক সেবিদের অভয়ারণ্য হয়ে উঠেছে।
স্টেডিয়ামের দেখভালের জন্য ২০০৭ সালে ১৫শ’ টাকায় একজন কেয়ারটেকার রাখলেও তার বেতন বন্ধ অনেক বছর ধরে। বহিরাগত ও মাদক সেবীদের প্রাণনাশেরও হুমকি নিয়ে কাজ করছেন তিনি।
প্রধানমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দ্রুত সময়ের মধ্যে মাঠটি খেলা উপযোগী করা সম্ভব বলে আশা করছেন স্থানীয়রা। প্রশসানের কর্মকর্তাদেরও একই মত।
বর্তমান যুব সমাজকে সুস্থ ও স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি সবার।
২০০৪ সালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে স্থাপন করা হয় সেনবাগের ‘বীর বিক্রম শহীদ তরিক উল্যা স্টেডিয়ামটি। উদ্বোধন হয় ২০০৭ সালে। ২০০৮ সালে চেয়ারম্যান গ্লোড কাপ ও ২০১২ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। ২০১৩ সাল থেকে এ স্টেডিয়ামে সব বন্ধ হয়ে যায়।