নোয়াখালীর ১২০ বেডের করোনা হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হচ্ছে রোগীরা
- আপডেট সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নানা সমস্যায় নোয়াখালীর ১২০ বেডের করোনা হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হচ্ছে আক্রান্ত রোগীরা। ওষুধ, অক্সিজেন, বিদ্যুত ও নিরাপদ পানির সংকট চরমে। দক্ষ জনবলের অভাবে আইসিইউ সুবিধা পাচ্ছে না রোগীরা। প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য লোকালয়ে ঘোরাঘুরি করছে তারা।
নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে ১২০ বেড কোভিড-১৯ হাসপাতাল। প্রতিষ্ঠার এক বছর পরও, নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। গেইটে নিরাপত্তা ব্যবস্থা না থাকায়, প্রয়োজনী সামগ্রী কেনার জন্য বাইরে যাচ্ছে করোনা রোগীরা। সংক্রমনের ভয়ে ক্ষুব্ধ দোকানদার ও এলাকাবাসী।
গত বছর সরকারিভাবে ওষুধ সরবরাহ ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা থাকলেও, এবার নেই। সংকট রয়েছে নিরাপদ পানি ও বিদ্যুতের।
সংকটাপন্ন রোগীদের জন্য নেই আইসিইউ সুবিধা। দক্ষ জনবল ও স্থাপনার অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দুটি ভেন্টিলেটর।
শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানান, হাসপাতালের সমন্বয়ক।
নোয়াখালীতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৩১ জন। এ পর্যন্ত মারা গেছে ১০১ জন।