নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ- তাই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, দেশে আইনের শাসন আছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। কিন্তু নিপীড়করা মানুষ না, এরা অমানুষ। এ জন্যই তারা এমন ঘটনা ঘটাবার সাহস পেয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নে গৃহবধূকে অপবাদ দিয়ে তাকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনসহ সিলেটের এমসি কলেজের ঘটনার প্রেক্ষিতে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।