নোয়াখালী জেলা সমিতির নতুন নির্বাচন চেয়েছে আজীবন সদস্য সমন্বয় কমিটি
- আপডেট সময় : ০৮:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা সমিতি, ঢাকার মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন নির্বাচন চেয়েছে সমিতির আজীবন সদস্য সমন্বয় কমিটি। একই সঙ্গে নিবন্ধনকারী প্রতিষ্ঠান- সমাজসেবা অধিদপ্তরের দ্বি-চারিতামূলক আচরণের প্রতিবাদ জানিয়েছে সমন্বয় কমিটি।
সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নোয়াখালী জেলা সমিতি, ঢাকার আজীবন সদস্য সমন্বয় কমিটির সদস্য-সচিব জাকির হোসেন পারভেজ। এ সময় তিনি নোয়াখালী জেলা সমিতি, ঢাকার আজীবন সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করে অবৈধ কমিটি বাতিল ও সুষ্ঠুভাবে নতুন নির্বাচন দেয়ার দাবি জানান। তিনি অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত মেয়াদোত্তীর্ণ কমিটির সাথে যোগসাজসে সমাজসেবা অফিস নোয়াখালী জেলা সমিতি, ঢাকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে টালবাহানা করছে। নোয়াখালী জেলা সমিতি, ঢাকার সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে সমিতিকে রক্ষা করার আহ্বান জানান জাকির হোসেন পারভেজ।