নোয়ারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জামারপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদন্দিতা করছেন। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্টেটের ভ্রাম্যমান আদালত ,বিজিবি সদস্য , পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। ইসলামপুরের নির্বাচনী কর্মকর্তা হোসনে আরা জানান, ৯টি ভোট কেন্দ্রে ৭১টি ভোট কক্ষে ২০ হাজার ৯৯৭ জন ভোটার যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৪ জন আর মহিলা ভোটার ১০ হাজার ১৩২ জন তাদের ভোট প্রয়োগ করেবে। ২০১৯ সালের ১৩ নভেম্বর নোয়ারপাড়া ইউনিয়েনের চেয়ারম্যান গোলাম মোস্তফার মৃত্যুর পর এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য হয়।