নো মাস্ক নো সার্ভিস’নিয়ম কার্যকর করতে বরিশালে ভ্রাম্যমান আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নো মাস্ক নো সার্ভিস’নিয়ম কার্যকর করতে বরিশালে ২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা ও রোমানা আফরোজের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জন মাস্কবিহীন ব্যক্তি এবং ৬ প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় মাস্কবিহীন ১০ ব্যক্তির কাছ থেকে ৯ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, মাদারীপুরে মাস্ক না পরে ঘোরাফেরা করায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। সকালে অভিযান চালিয়ে শহরের শকুনী লেক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে করোনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেয়ার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের মাঝে একটি করে মাস্ক বিতরণ করা হয়। পরে আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়।