নৌপথের উভয়পাশেই যাত্রীদের ভিড়
- আপডেট সময় : ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ঈদ শেষে মানিকগঞ্জের পাটুরিয়া ও মুন্সিগঞ্জের শিমুলিয়া- বাংলাবাজার নৌপথের উভয়পাশেই লক্ষ্য করা গেছে যাত্রীদের ভিড় ।
পাটুরিয়া- দৌলতদিয়া নৌপথে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েই চলছে। ভোর থেকে দৌলতদিয়া প্রান্ত থেকে হাজার হাজার যাত্রী নিয়ে ফেরিগুলো পাটুরিয়া প্রান্তে ভিড়ছেন। ফেরিতে যানবাহনের চেয়ে যাত্রীর সংখ্যাই বেশী। গাদাগাদি করে ফেরি থেকে নেমে সামাজিক দুরত্ব না মেনে গন্তব্যে যাচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকায় ৩ থেকে ৪ গুন বেশী ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, গতকালের চেয়ে যাত্রীর সংখ্যা আজ অনেক বেশী। যানবাহন ও যাত্রীদের চাহিদা অনুযায়ী ফেরি বাড়ানো কমানো হচছে।
দক্ষিনাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে সকাল থেকেই ঢাকায় ফেরা মানুষের ঢল নেমেছে।পথে পথে দুর্ভোগ ও ভোগান্তিকে সঙ্গী করেই রাজধানী মুখী হচ্ছে মানুষ। সকালে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি গুলোতেও যানবাহনের চেয়ে যাত্রীদের উপস্থিতি ছিলো বেশী। তবে সকালের দিকে শিমুলিয়া ঘাট থেকে রোরো ফেরী ডঃ,গোলাম মাওলাসহ বেশ কয়েকটি ফেরী শিমুলিয়া ঘাট থেকে শুধু মাত্র যাত্রী নিয়েই বাংলাবাজার ঘাটের উদ্দ্যেশ্যে ছেড়ে যায়।
এদিকে, মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে ঢাকামুখী চাপ বেড়েছে যাত্রীদের। সকালে ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। এদিকে ঢাকামুখী মানুষের চাপ সামলাতে বিআইডবিটিসি‘র পক্ষ থেকে নৌ-রুটের ১৬টি ফেরি চলাচল করছে। এদিকে, যাত্রী সেবা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।