নৌরুটে আজ তেমন ভীড় না থাকায় স্বাভাবিকভাবেই পার হচ্ছেন ঈদে ঘর মুখো যাত্রীরা
- আপডেট সময় : ০৫:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শিমুলিয়া, কাঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজ তেমন ভীড় না থাকায় স্বাভাবিকভাবেই পার হচ্ছেন ঈদে ঘর মুখো যাত্রীরা।
দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার- মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট দিয়ে ঈদ উপলক্ষে ঘরমুখোরা ছুটে চলেছেন নিজ নিজ গন্তব্যে। শনিবার রাত থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চালু করে বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। সকাল থেকে ঘাট এলাকায় ব্যক্তিগত ছোট ছোট গাড়ীকে ফেরি পারাপার হতে দেখা যায়। লঞ্চ এবং সি-বোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পাড়ি দেন পদ্মা নদী।
সকাল থেকেই কাঠালবাড়ি ঘাটে ফেরিতে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখো যাত্রীরা স্বাভাবিকভাবেই পারাপার হচ্ছেন। ঢাকাসহ বিভিন্ন জেলা, এমনকি কাঁঠালবাড়ি ঘাট থেকেও মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ৩-৪ গুণ বেশি ভাড়া দিয়ে বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ দক্ষিণের জেলাগুলোর যাত্রীরা বাড়ী ফেরেন। ফেরিগুলোতে জরুরী এ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, কাঁচামাল ও অন্যান্য পণ্যবাহী ট্রাকের সাথে সাধারণ যাত্রীরাও পারাপার হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে নেই তেমন যানবাহনের চাপ। ব্যক্তিগত গাড়ী, পণ্যবাহী ট্রাক কিংবা জরুরী এ্যাম্বুলেন্স ঘাটে আসা-মাত্রই ফেরিতে উঠতে পারছে। অথচ ৩-৪ দিন আগেও এখানে ফেরিতে উঠতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মোহাম্মদ জিল্লুর রহমান জানান, সকাল থেকে ৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে সকালের দিকে যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়বে বলে জানান তিনি।