নৌ চলাচল সচল রাখতে ১৩টি সেতু পুনঃনির্মাণ করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঢাকার চারপাশে নৌ চলাচল সচল রাখতে ১৩টি সেতু পুনঃনির্মাণ করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বাবুবাজার, টঙ্গি রেল ব্রিজসহ নদ-নদীর উপর নির্মাণের সময় কম উচ্চতা সম্পন্ন ব্রিজগুলো এক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
রোববার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় চট্টগ্রামের কর্ণফুলী, ঢাকার চারপাশের নদীসহ মেঘনা নদী দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য প্রণীত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রসংগে সাংবাদিকদের এ সব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, নৌ চলাচল অক্ষুন্ন রাখতে এইসব ব্রিজ ভেঙে পুন:নির্মাণের সিদ্ধান্তসহ ঢাকার নদী তীরবর্তী শিল্প কারখানা চিহ্নিত করে বর্জ্য শোধনাগার স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে।