নৌ-পথে ঢাকায় ফিরতে মানুষের ঢল
- আপডেট সময় : ০১:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
টানা এক সপ্তাহ ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু খোলার পর থেকে লঞ্চে কিছুটা যাত্রী ভাটা পড়লেও ঈদের সময় থেকে সেই আগের চিত্রে সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীরা বলছেন, তুলনামূলক কম ভাড়ায় স্বস্তি আর আরামদায়ক যাতায়াতে লঞ্চই তাদের প্রথম পছন্দ।
দেশের সবচেয়ে বড় নদীবন্দর ঢাকার সদরঘাট। স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীমুখী এ জনস্রোতই আবার চিরচেনায় রূপে ফিরিয়ে নেবে ঢাকা মহানগরীকে।
ভোর রাত থেকেই টার্মিনালে একে একে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে আসা লঞ্চগুলো। ভেতরে জায়গা না পেয়ে লঞ্চের ছাদে চড়েও ঢাকায় ফেরেন অনেক যাত্রী। তবে সবার মুখেই ছিল স্বস্তি আর আনন্দের অনুভূতি।
সড়কপথের ঝক্কি-ঝামেলার তুলনায় ওভারলোড না হলে লঞ্চযাত্রা অনেক সুবিধার এবং নিরাপদ ও সাশ্রয়ী বলে জানান তারা।
এদিকে বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন-১০ লঞ্চে বেশকিছু যাত্রীর উপর লঞ্চ স্টাফরা কয়েক দফায় হামলা চালায়। এতে মহিলাসহ বেশ কয়েকজন আহত হবার অভিযোগ করেন ক্ষুব্ধ যাত্রীরা।
ঈদের সরকারি ছুটি শেষ হলেও পুরোদমে অফিস শুরু হবে রোববার। তাছাড়া গার্মেন্টসসহ কল-কারখানায় টানা ১০ দিনের ছুটিশেষে রোববার থেকে শুরু হবে কর্মযজ্ঞ। তাই আগের দিনে কর্মস্থলে ফিরতে লঞ্চে ছিল উপচে’ পড়া ভিড়।