নৌ-পথে সিমিত আকারে ফেরী চলাচল করায় ঘাট এলাকায় রয়েছে ছোট যানবাহনের দীর্ঘ সারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথে সিমিত আকারে ফেরী চলাচল করায় ঘাট এলাকায় রয়েছে ছোট যানবাহনের দীর্ঘ সারি। শিমুলিয়ায় ফেরী পার হতে না পেরে টিসি ও পুলিশের সাথে তর্ক জড়িয়ে পরছেন কেউ কেউ।
যানবাহন চালকদের অভিযোগ বিআইডব্লিউটিসি, আনসার ও পুলিশ মিলে মিশে ভিআইপি যানবাহন পার করায় ঘাটে এসে ফেরী পার হতে দীর্ঘ সময় লাগছে তাদের। এদিকে, প্রায় পাচঁ মাস বন্ধ থাকার পরে স্পিড বোট চালু হওয়ায় স্পিড বোট ঘাটেও দেখা গেছে যাত্রীদের দীর্ঘ লাইন। আর এ সুযোগে এ নৌ-পথের লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে তিন থেকে চারগুণ যাত্রী নিয়ে পদ্মা পাড়ী দিচ্ছে লঞ্চগুলো। বিআইডব্লিউটিসির এজিএম সফিকুল ইসলাম জানান বর্তমানে পাচঁটি মাঝারি আকারের ফেরী চলাচল করছে।এসব ফেরী চলবে বিকাল ৫টা পর্যন্ত।সিমিত আকারে ফেরী চলায় ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে।