ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে এমন মন্তব্য করেন তিনি। বিশ্ববাসীর প্রতি বৈষম্যমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান।
সংলাপে আগত বিদেশি অতিথিদেরকে ঢাকার রাস্তায় জুলাই-আগস্টের গ্রাফিতিগুলো দেখার আমন্ত্রণ জানান ড. ইউনুস। তিনি বলেন,এই অঞ্চল জলবায়ু হুমকির ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্য নতুন বাংলাদেশের জন্য কাজ করবে, বিদেশীদের নতুন পৃথিবীর জন্য কাজ করার আহ্বান জানান। নতুন সভ্যতার জন্য কার্বন নিস্বরণ, দারিদ্র এবং মুনাফামুক্ত পৃথিবী গড়ার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। এছাড়া ড. ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আজ থেকে শুরু হওয়া সিজিএসের তিন দিনব্যাপী সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’। সম্মেলনে ৮০টিরও বেশি দেশ থেকে দুই শতাধিক আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশ নেবেন।