‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল সিম ফেব্রিক্স লিমিটেড
- আপডেট সময় : ১১:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ভিত্তিক একটি বৃহত্তম টেক্সটাইল প্রস্তুতকারক কোম্পানি সিম ফেব্রিক্স লিমিটেড উৎপাদনশীলতা এবং পণ্যের গুণমান বজায় রাখার মাধ্যমে শিল্প খাতে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য ‘ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছে।
শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সিম গ্রুপের পরিচালক এ এস এম রাইসুল হাসান সোয়েব এর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি । শিল্প মন্ত্রণালয়ের অধীনে জাতীয় উৎপাদনশীলতা সংস্থা (এনপিও) এই অনুষ্ঠানের আয়োজন করে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি , শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
এ প্রসঙ্গে সিম গ্রুপের পরিচালক এ এস এম রাইসুল হাসান সোয়েব বলেন, ‘ডেনিম এক্সপোতে আমাদের মূল উদ্দেশ্য হলো সিম গ্রুপকে টেকসই পণ্যের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে স্থান দেওয়া। আমরা সক্রিয়ভাবে টেক্সলুপ রিসাইক্লিং সুতা, অরবিটাল হাইব্রিড সুতা, পুনর্ব্যবহৃত-পুনরুত্পাদিত এবং জৈব সুতা ব্যবহার করে এমন একটি প্রক্রিয়ার সাথে কাপড় তৈরি করছি যা জলের ব্যবহার এবং শক্তি খরচ কমিয়ে টেকসইতার উপর জোর দেয়।’
উল্লেখ্য, সিম গ্রুপের লক্ষ্য টেকসই অনুশীলনের প্রতি তার উত্সর্গ প্রদর্শন করা এবং পরিবেশ-বান্ধব পণ্যের প্রতিশ্রুতিবদ্ধ সরবরাহকারী হিসাবে নিজেকে উপস্থাপন করা। অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচার করে এমন কাপড় তৈরি করতে কোম্পানিটি নতুন প্রযুক্তি এবং ধারণা গ্রহণ করেছে।