নড়াইলের কালিয়ায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আওয়ামীলীগের ৭ নেতাকে সাময়িক বহিষ্কার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়ায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আওয়ামীলীগের ৭ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত নেতারা কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ওহিদুজ্জামান হীরার বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মুশফিকুর রহমান লিটনের পক্ষে প্রচারণায় অংশ নেন। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর অনুচ্ছেদ মোতাবেক তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।