নড়াইলের সীমান্তবর্তী কালিশংকরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত
- আপডেট সময় : ০১:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালিশংকরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
এসময় অন্তত ৮টি পরিবারের বাড়িঘর ভাংচুর হয়েছে।
আহতরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিশংকরপুর গ্রামের রবিউল ইসলাম গ্রুপের লোকজন প্রতিপক্ষ গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এসময় আয়ুব মোল্লা, বোরহান আলী, লিটু মিয়া, রতন, সাইফুর রহমান, নিলু, এরশাদ আলীসহ বেশ কয়েকজনের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করা হয়। আহতদের নড়াইল সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত শত্রুতার জেরে রনি ভূইয়া বাহিনীর হামলায় মোহাম্মদ নুরু খান নামে একজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রনি’র বাবা মান্নান ভূইয়ার সাথে নুরু খানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জেরে গেলরাতে মুজিবনগর দাখিল মাদ্রাসার পাশের চৌরাস্তায় রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান নুরু খান।এসময় নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ তিনজন এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।