নড়াইলে মাদক মামলায় ঈগল পরিবহনের ড্রাইভার ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নড়াইলের মাদক মামলায় ঈগল পরিবহনের ড্রাইভার ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাভোগের আদেশ দিয়েছেন বিচারক।
সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন। ২০১৩ সালের ১৯ মার্চ নড়াইলের লোহাগড়ার কালনাঘাটে যানবাহনে তল্লাসী করে নড়াইল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের চালক মিলন পোদ্দারে সীটের নিচ থেকে ১০ বোতল ও চ্যাসিসের সাথে বাধাঁ অবস্থায় ২টি কালো রঙের সাইড ব্যাগ থেকে ১২৯ ফেন্সিডিল উদ্ধার করে। ড্রাইভার মিলনকে আটক করতে পারলেও হেলপার কাজী বদিয়ার পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এ রায় দেয়া হয়।