নড়াইল, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৬৬১ বার পড়া হয়েছে
নড়াইল, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নড়াইলের কালিয়া উপজেলায় আলাদা ঘটনায় দু’জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। নড়াগাতী বাজারের কম্পিউটার দোকানী জহিরুল মোল্লাকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। এদিকে চালিতাতলা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আসলাম গাজী নিহত হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের ওয়াড্রবের ভেতর থেকে চার বছরের শিশু মোহাম্মদ আদিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল রাতে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আদিল- মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের ৪ দিন পর সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কাঞ্চনমুড়ি এলাকার একটি বাথরুমের সেফটিক ট্যাংক থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।