পঁচাত্তরের ১৫ আগস্টের পর স্বাধীনতার চেতনা বিকৃত করা হয় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর স্বাধীনতার চেতনা বিকৃত করা হয়েছে। জাতীয় জাদুঘরে শিল্পী শাহাবুদ্দিনের মাসব্যাপি চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, পরাজিত শক্তিরা বিজয়ের গল্প মুছে দিতে চাইলেও শিল্পকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে আছেন বঙ্গবন্ধু। স্বাধীনতা বিরোধী শক্তির ইতিহাস বিকৃতি বন্ধে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান শেখ হাসিনা।
জাতীয় জাদুঘরে চিত্রশিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা ১৯৭৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪০ টি চিত্রকর্মের মাধ্যমে ফুটে উঠেছে স্বাধীনতার প্রকৃত বিজয়ের গল্প।
মাসব্যাপি শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পী সাহাবুদ্দিনের ভুয়সী প্রশংসা করে বলেন, ৭৫ এর পর পরাজিতরা বিজয়ের গল্প মুছে দিতে চাইলেও শিল্পকর্মের মাধ্যমে বেঁচে আছেন বঙ্গবন্ধু।
বলেন, বিজয়ের সঠিক ইতিহাসকে ধরে রাখতে শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে হবে। এই শিল্পকর্মের মাধ্যমেই মুক্তিযুদ্ধের গল্পে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে আগামী প্রজন্ম।