পঁচাত্তর পরবর্তী ক্ষমতাসীনরা মানুষের ভাগ্য পরিবর্তন করেনি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশের অগ্রগতি ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে দেশবাসীকে পাশে চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পঁচাত্তর পরবর্তী ক্ষমতাসীন দল ও স্বাধীনতাবিরোধীরা মানুষের ভাগ্য পরিবর্তনে কিছু করেনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে একমাত্র আওয়ামী লীগ সরকারই কাজ করেছে বলে দাবি করেন সরকার প্রধান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ শীর্ষক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম তুলে ধরেন বক্তারা।
প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করেন ১৯৭২ সালের ১০ জানুয়ারির কথা। যেদিন স্বাধীনতার মহানায়ক মাটি ছুঁয়েছিলেন স্বাধীন দেশের।
পঁচাত্তর পরবর্তী ক্ষমতাসীনরা বঙ্গবন্ধুর খুনী ও স্বাধীনতাবিরোধী উল্লেখ করে সরকার প্রধান বলেন, তারা মানুষের ভাগ্য পরিবর্তনে কোন কাজ করেনি।
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শুধু আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ ও দেশাত্ববোধক নাচ ও গান পরিবেশিত হয়।