পঞ্চগড়ে বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে কফি চাষ
- আপডেট সময় : ১২:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ১৬৪০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের সমতলে চা, কমলা, মাল্টা, ছিয়াসিট আর কিনোয়া চাষের পর এবার বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে কফি চাষ। অন্যান্য ফসলের সাথে সাথী ফসল হিসেবে কফি চাষের সুযোগে লাভবান হবার আশা কৃষকের। পরীক্ষা মূলক কফি চাষে সাফল্যও পেয়েছেন চাষীরা। কৃষি বিভাগ বলছে, কফি চাষের পরিধি বাড়লে বিপননসহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
স্থানীয় কৃষি বিভাগ জানায়, ২০২০-২১ অর্থ বছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায়। জেলার পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় ৪১ জন কৃষক প্রথমবার বাগান ভিত্তিক আবাদ শুরু করেন। ৩০ শতক জমিতে আবাদের জন্য কৃষি বিভাগ প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১৩৫ টি করে কফির চারা দেন। এসব চারায় চলতি মৌসুমেই ফলন ধরেছে। কফি চাষাবাদে বাড়তি কোন ঝুঁকি ও রোগবালাই তেমন একটা না থাকায় একই খরচে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়ে খুশি চাষীরা।
স্থানীয় কফি চাষীরা বলছেন, সুপাড়ি, চা ও আম বাগানে সাথী ফসল হিসেবে কফি চাষ তাদের বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন। তাছাড়া বাড়তি পরিশ্রম ছাড়াই কফি চাষের সুযোগ পাওয়ায় ফসলটি চাষে আগ্রহী হচ্ছেন তারা।
জেলা কৃষি বিভাগ জানায়,পঞ্চগড়ের মাটি অনেক বেশি উর্বর হওয়ায় যেকোন ফসলই চাষ করে চাষীরা সফলতা দেখাচ্ছেন। সাথী ফসল হিসেবে কফি চাষেও চাষীরা সফল হয়েছেন। কফি চাষের পরিধি বাড়লে আগামীতে বিপনন ও কফি বাজারজাত করণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নিবে কৃষি বিভাগ।
মুখ দেখছেন। চলতি বছর জেলায় ৪০ বিঘা জমিতে এরাবিকা ও রোবাস্টা জাতের কফি চাষ করা হয়েছে।