পঞ্চগড়কে করোনার রেড জোন ঘোষণা করা হলেও অধিকাংশ লোকজনই স্বাস্থ্যবিধি মানছেন না
- আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশের উত্তরের জেলা পঞ্চগড়কে করোনার রেড জোন ঘোষণা করা হলেও অধিকাংশ লোকজনই স্বাস্থ্যবিধি মানছেন না। স্বাস্থ্যবিধি মানতে সরকার প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা থেকে যাচ্ছে কাগজে কলমে। এদিকে জেলার পশুর হাটসহ সর্বত্রই লোকজনের মাস্কবিহীন চলাফেরা করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছে জেলার সাধারণ মানুষ। মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত তথ্য দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। করোনা পরীক্ষা বিবেচনায় জেলায় শনাক্তের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ভৌগলিক কারণে ওমিক্রণের ঝুঁকিতে পড়েছে। পশুর হাট থেকে শুরু করে বাজারে সাধারণ মানুষের অবাধ যাতায়াত ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। মাস্ক ব্যবহারে অনীহা এর জন্য দায়ী মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, জেলায় ওমিক্রণ আক্রান্ত রোগী না থাকলেও বড় রকমের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।
পঞ্চগড় রাজনগর পশুর হাটে আসা ক্রেতা বিক্রেতারা বলছেন, দীর্ঘসময় মাস্ক ব্যবহার করায় দম নিতে কষ্ট হচ্ছে। নানা অজুহাতে মানছেনা স্বাস্থ্য বিধি। ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার করার অনুরোধ করেছেন হাটের ইজারাদার।
সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলার গত ক’দিনে করোনা পরিস্থিতির হার বেড়েই চলেছে। করোনা পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৫২.৩৮%। সাধারণ মানুষ স্বাস্থ্য সচেতন না হলে যে কোন মুহুর্তে বড় রকমের দুর্যোগে পড়বে জেলার মানুষ।