পঞ্চগড়ে এবারের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
- আপডেট সময় : ০২:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
শীতে কাঁপছে দেশ। দেশের উত্তর-পশ্চিমের রংপুর ও রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহে শীতের তীব্রতা আরও বেড়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে গেছে ৫.৭ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর ও রাজশাহী বিভাগ এবং ময়মনসিং অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা যে পর্যায়ে নেমেছে, তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। সকাল ৯টায় তেঁতুলিয়ার ৫.৭ ডিগ্রি সেলসিয়াসই এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আর ঢাকায় ওই সময় থার্মোমিটারের পারদ ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে এসব অঞ্চলের তাপমাত্রা আরেকটু কমতে পারে। তীব্র শীতে বাড়ছে মানুষের দুর্ভোগ। প্রচণ্ড ঠাণ্ডা এবং হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মধ্যরাত থেকে প্রকৃতি ঢাকা থাকছে ঘন কুয়াশায়। অনেক স্থানে এক সপ্তাহ ধরে সূর্যের আলো পড়ছে না। সড়ক ও নৌ যোগাযোগ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হারও বেড়েছে।