পঞ্চগড়ে ছ’শ একর জমিতে গড়ে উঠবে অর্থনৈতিক অঞ্চল
- আপডেট সময় : ০৮:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের খবরে আশায় বুক বাঁধছে পিছিয়ে পড়া এই জনপদের মানুষ। গত ২৪ আগস্ট এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রথম ধাপ সম্পন্ন হলো। দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করছে, সংশ্লিষ্টরা।
দেবীগঞ্জ উপজেলার, দেবীডুবা ও সোনাহার ইউনিয়নের প্রধানপুর এবং দাড়ারহাট মৌজায় প্রায় ছ’শ একর জমিতে গড়ে উঠবে এই অর্থনৈতিক অঞ্চল। এর মধ্যে খাস জমি রয়েছে ২১৭ একর। বাকি জমি অধিগ্রহণ করা হবে।
অর্থনৈতিক অঞ্চল দৃশ্যমান হলে বদলে যাবে প্রান্তিক এ জেলার অর্থনীতি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে প্রায় ৫০ হাজার মানুষের। সেই সাথে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে উঠলে স্থানীয় কৃষি পণ্যের চাহিদা বাড়বে। এই উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয়রা।
এখানে যোগাযোগ ব্যবস্থা, ব্যাংকিং সেবা ও তথ্য যোগাযোগের নেটওয়ার্ক সুবিধা পাবে বিনিয়োগকারীরা। কাছেই রয়েছে রেলওয়ে স্টেশন, সৈয়দপুর বিমান বন্দর ও বাংলাবান্ধা স্থলবন্দর। এ এলাকায় শ্রমের মূল্য কম থাকায় তারা বাড়তি সুবিধাও পাবেন বলে জানায়, সচেতন মহল।এতে করে পঞ্চগড়ের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান, জেলা প্রশাসক।দ্রুতই অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হবে বলে আশা করছে, সংশ্লিষ্টরা।