পঞ্চগড়ে প্রায় ২২ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে প্রায় ২২ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে ১৮ বিজিবি ব্যাটালিয়ন।
পঞ্চগড় ব্যাটালিয়নের আওতাধীন ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত বিজিবির হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক হয়। এর মধ্যে ১ হাজার ৬০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯০০ টি বিভিন্ন প্রকারের ভারতীয় অবৈধ ওষুধ, ১ হাজার ১৭ প্যাকেট মদ, ৯৯৫ টি বিভিন্ন প্রকারের ভারতীয় অবৈধ ইনজেকশন রয়েছে। এর আনুমানিক দাম ২১ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। আনুষ্ঠানিক ভাবে এসব মাদক আজ ধ্বংস করা হয়।