পঞ্চগড় ও টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
পঞ্চগড় ও টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।
পঞ্চগড়ে শীতের মধ্যে উষ্ণতা ছড়াতে আয়োজন করা হয় আবহমান বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে ঢল নামে বিভিন্ন বয়সী দর্শকের। খেলোয়াড়দের নৈপুন্যে অবসরেও বিনোদনের খোরাক খুঁজে পায় কৃষিজীবীরা। খেলার মাঠে ঘোড়ার লাগাম টেনে ধরে নৈপুন্য দেখায় ক্ষুদে খেলোয়াড়রা। বড়দের সঙ্গে একই দলে অংশ নিয়ে শিশু খেলোয়াড়রা তাক লাগিয়ে দেয় দর্শকদের।
টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতা দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নানা বয়সের কয়েক হাজার নারী-পুরুষ শিশু-কিশোর এসে ভীড় করেন। এদিকে, দুর-দুরান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন প্রতিযোগিতায়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিবছরই আয়োজনের দাবি দর্শকদের।