পঞ্চগড়, মৌলভীবাজার, সাতক্ষীরা ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
- আপডেট সময় : ০৫:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ট্রাক টার্মিনালে ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে জহিরুল ও তার ছেলে এনামুল মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা হতে আসা চানাচুর ভর্তি একটি কাভার্ড থেকে মালামাল আনলোড করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল। অপরদিক থেকে চা পাতা বোঝাই কাভার্ড দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে চালক আহত হন। দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে লোকমান মিয়াকে মৃত ঘোষণা করা হয়।
সাতক্ষীরার শ্যামনগরে মোটর সাইকেলের ধাক্কায় রহিমা খাতুন নামে এক নারী নিহত হয়েছে। সকালে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় ওই নারীকে পিছন থেকে দ্রুত গতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে মারা যান তিনি।
এদিকে, সকালে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বসাকবাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ গাজী নিহত হয়েছে।