পঞ্চম দিনে গড়ালেও এখনো তেমন জমেনি বিকিকিনি
- আপডেট সময় : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চারদিন অতিবাহিত হয়ে পঞ্চম দিনে গড়ালেও এখনো তেমন জমেনি বিকিকিনি। তবে দিন যতো যাবে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেড়ে মেলা ততই জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। এবারের মেলায় প্রবেশে টিকিটের দাম বাড়ানো হলেও সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতারা।
নতুন বছরের প্রথম দিন থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে দেশের শিল্পখাতের সর্ববৃহৎ প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। মেলার পঞ্চম দিন রোববার সকাল ১০টায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য গেট খুলে দেয়া হলেও উপস্থিতি ছিল কম।
তবে দুপুর গড়িয়ে বিকেলের দিকে মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়লেও কেনাকাটার চে’ ঘোরাঘুরিতে বেশি আগ্রহী ছিলেন তারা।
প্রতি বছরই মেলার শুরুতে লোকসমাগম একটু কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশাবাদ ব্যবসায়ীদের।
এদিকে, মেলা শুরুর পঞ্চম দিন চললেও এখনো সম্পন্ন হয়নি অনেক স্টলের নির্মাণকাজ। দ্রুত স্টলগুলো চালু করতে দিন-রাত কাজ করছে শ্রমিকরা।