পঞ্চায়েতে অনেক এগিয়ে তৃণমূল, লড়ছে বিরোধীরা
- আপডেট সময় : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের দিনেও অশান্তি ও অরাজকতা চলছে। মঙ্গলবার বিভিন্ন জেলায় বিরোধী কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, পঞ্চায়েতে তৃণমূল এগিয়ে আছে ৮০১টি আসনে, সিপিএম ২৩০টি, কংগ্রেস ১৮ ও বিজেপি ৩৩০টি এবং অন্যরা ১৬৯টি আসনে। কলিম্পংয়ে তিনটি আসনে এগিয়ে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার।
তৃণমূল ইতিমধ্যেই ২৯৩টি গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়েছে।
এখন পঞ্চায়েতের ব্যালট গোনা হচ্ছে। পরে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ব্যালট গোনা হবে।
সকাল থেকেই সহিংসতা
আমডাঙায় গণনাকেন্দ্রের সামনে থেকে দুই সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রাস্তা অবরোধে সিপিএম।
তৃণমূলের দুষ্কৃতীরা বাগনানে বিরোধী এজেন্টদের কাছ থেকে যাবতীয় কার্ড কেড়ে নিয়ে তাদের বের করে দেয় বলে অভিযোগ।
গলসীতে তৃণমূলের কর্মীরা বিরোধী এজেন্টদের মেরেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের মাথায় আঘাত আছে। একজন সিপিএম কর্মীর পা ভেঙেছে।
বীরভূমে নানুরে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেয়া হয়। ডায়মন্ডবারবারে প্রবল বোমাবাজি হয়েছে।
হাওড়ার সাকরাইলে বিরোধী এজেন্টরা মরিয়া হয়ে গেট ভেঙে ঢোকার চেষ্টা। পুলিশ লাঠি চালিয়েছে।
এদিনও ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছে। কাটোয়ায় সিপিএম কর্মীকে মারধর করা হয়েছে। তাদের গাড়ি ভাড়া হয়েছে। দুইজন আহত। মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী ও তার স্বামীকে সিপিএম কর্মীরা মেরেছে বলে অভিযোগ।
এদিনও রাজ্যপাল আনন্দ বোস রাস্তায় নেমেছেন। তিনি প্রথমে ভাঙর গেছেন।
ডয়চে ভেলে