পটুয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতের কবজি কেটে নেয়া ছাত্রলীগ নেতার মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঢাকা মেডিকেলে মারা গেছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ দিন আগে তার হাতের কবজি কেটে নেয় সন্ত্রাসীরা।
তার স্বজনরা জানান, সকাল ১০টা হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। ২৮ জুলাই রাতে তেগাছিয়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে দুইভাই তরিকুল ও রায়হানের সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের কবজি কেটে ফেলে। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরের দিন বৃহস্পতিবার রাতে এ ঘটনায় জড়িত ইউনিয়ন ছাত্রলীগ নেতা খলিল, নোমান, নয়ন ও রুবেলকে কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় রাকিবের মা কলাপাড়া থানায় ১৭ জনের নামে একটি মামলা করেন।