পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর
- আপডেট সময় : ০৩:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি অফিস ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় একটি ককটেল বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এতে কমপক্ষে বিএনপি মেয়র প্রার্থীসহ ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় চেয়ার ছুঁড়ে মারায় ১০/১২ জন আহত হয় বলে দাবি করেন বিএনপির প্রার্থী হাঝি হুমায়ন সিকদার। একই দিন রাত ৯টার দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করে নৌকা প্রতিকের সমর্থকরা। ককটেল বিস্ফোরণের পর ব্যবসা প্রতিষ্ঠানের সামনের দুটি সিসি ক্যামেরা ভেঙ্গ ফেলা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশারেফ হোসেন অভিযোগ জানান, আওয়ামী লীগ সন্ত্রাসীরা অফিসে ঢুকে মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদারকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারে। তাকে রক্ষা করতে গিয়ে ১০ জন আহত হয়।