পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে ছাদে থেকে পড়ে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আর্জেন্টিনার ভক্ত স্বপন মিয়া। সকালে প্রিয় দল কোপার ফাইনালে ওঠায় স্বপন তার বাসার ছাদে পতাকা টানাতে যায়। এ সময় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় ।