পথ অবরোধে বিএনপির অবস্থান কর্মসূচি সুষ্ঠু নির্বাচনে বাধা : কাদের
- আপডেট সময় : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৭০৫ বার পড়া হয়েছে
এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার পথ অবরোধে বিএনপির অবস্থান কর্মসূচি সুষ্ঠু নির্বাচনে বাধা। বিদেশিদের উদ্দেশে তিনি বলেন, ভিসানীতি এখন বিএনপির উপর প্রয়োগ হওয়া উচিত। সরকার শান্তিপূর্ণ নির্বাচন চাইলেও বিএনপি লাশের রাজনীতি চায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বেশিরভাগ নেতাই নির্বাচনে অংশ নিতে চায়। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আন্দোলনের নামে বিএনপির অবস্থান কর্মসূচীর সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়।
তারেক রহমানের নির্দেশেই পুলিশ ও জনগণের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপি যেকোনো পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চায় দাবি করে, নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।
আর নিজ দপ্তরে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে, আগামী নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে কথা বলেন ড. হাছান মাহমুদ।
মার্কিন পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে রাজি হয়নি। তবে তাদের কয়েকজন নেতার সাথে কথা হয়েছে, তারা নির্বাচন করতে চায়। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন শক্তিশালী ও স্বাধীন বলেও মন্তব্য করেন তিনি।