পদত্যাগ করবেন না বরিস জনসন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
লকডাউনের মধ্যে পার্টি করলেও এই ইস্যুতে পদত্যাগ করবেন না বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে নিয়মভঙ্গকারীদের পদ ছাড়া উচিত স্বীকার করলেও আপাতত পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তিনি।
করোনা মহামারির মধ্যে লকডাউনের সময় একাধিকবার মদ্যপানের পার্টি করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে ব্রিটিশ ক্যাবিনেট অফিস ও পুলিশ আলাদা তদন্ত শুরু করেছে। বুধবার পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির নেতা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পার্লামেন্টকে বিভ্রান্ত করার জন্য পদত্যাগ করতে বলেন। তখন বরিস পদত্যাগে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, পার্টি নিয়ে তদন্তের বিষয়ে এখন তিনি কিছু বলতে পারবেন না। তার সরকার যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের প্রতিক্রিয়া নিয়ে ব্যস্ত।