পদত্যাগ না করলে শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ শান্তিপূর্ণ থাকবে না : ফখরুল
- আপডেট সময় : ১২:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদত্যাগ না করলে শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ শান্তিপূর্ণ থাকবে না। তখন সরকারের পালানোর রাস্তা থাকবে না। দলের স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনের স্বপ্ন ভুলে যেতে সরকারের প্রতি আহবান জানান। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর রায় বলেন, অচিরেই কঠোর কর্মসূচি দিবে বিএনপি। দিনাজপুর, চট্টগ্রাম ও খুলনায় বিএনপির পদযাত্রার আগে সমাবেশে তারা এসব কথা বলেন।
দিনাজপুরে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট প্রাঙ্গণে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রাপূর্ব সমাবেশে, নির্ধারিত সময়ের আগেই কানায়-কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন,
এখন শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ পদত্যাগ না করলে শান্তিপূর্ণ থাকবে না।
লক্ষ্মীপুরে কৃষক দলের সজিব হোসেনকে হত্যার প্রতিবাদে ২০ জুলাই সারাদেশে শোক রেলির কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা মারবে, ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে কিছু টিকে থাকতে পারে না।
চট্টগ্রামে কাজির দেউরিতে বিএনপির পদযাত্রার আগে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগনের সমর্থন হারিয়ে কিছু পুলিশ, সন্ত্রাসী আর লুটেরা ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে সরকার।
খুলনায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রার আগে সমাবেশ করে বিএনপি। এতে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার পদত্যাগ না করলে, কঠোর কর্মসূচি দেয়া হবে।