পদ্মাসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন আজ
- আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
পদ্মা সেতু দিয়ে ট্রেনের ট্রায়াল রানের জন্য ইতোমধ্যে সৈয়দপুর রেল কারখানা থেকে একটি বিশেষ ট্রেন ফরিদপুরে আনা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়। ভাঙ্গা স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, দুপুরের দিকে ভাঙ্গা স্টেশন থেকে একটি গ্যাংকার ট্রেন এবং সাত বগির যাত্রীবাহী একটি স্পেশাল ট্রেন মাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রথমে গ্যাংকার ট্রেন ছাড়া হবে, তারপর স্পেশাল ট্রেন যাত্রা করবে। যাত্রীবাহী হলেও এই স্পেশাল ট্রেনে কোনো যাত্রী থাকবে না। এ সময় রেল লিংক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা এবং বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন।
মাওয়ায় পৌঁছানোর পরে রেলমন্ত্রী সড়ক পথে ঢাকায় ফিরবেন। ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে পৌঁছতে কত সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে ভাঙ্গা স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, ‘কতটা গতিতে চালানো যাবে এবং চালক কতটা গতিতে ট্রেন চালাতে পারবেন; তার ওপর নির্ভর করছে ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে পৌঁছাতে কতটা সময় লাগবে। তবে আমাদের ধারণা, দুই ঘণ্টার মতো লাগতে পারে।’
মো. শাহজাহান বলেন, ‘ট্রেন দুটি মাওয়া স্টেশনে পৌঁছানোর পরে গ্যাংকার ট্রেন ওখানেই থেকে যাবে। তবে স্পেশাল ট্রেনটি মাওয়া থেকে পুনরায় ভাঙ্গা স্টেশনে ফিরে আসবে।