দলের নাম ভাঙ্গিয়ে স্বার্থ হাসিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কাদেরের
- আপডেট সময় : ০৭:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পদ্মাসেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজের অগ্রগতি ৯৪ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ দাবি করেন তিনি।মিন্টু রোডের বাস ভবন থেকে যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর চেয়ে সংক্রমণ কমানো সরকারের কাছে এখন বেশি জরুরী।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রোববার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরে তিনি অভিযোগ করে বলেন, শুরু থেকেই এই সেতু নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশবিরোধী একটি মহল ।
দলের নাম ভাঙ্গিয়ে ব্যক্তি-স্বার্থ হাসিলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দুপুরে প্রগতিশীল ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় লকডাউন এবং করোনা ভ্যাকসিন প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার ছিলো বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।