পদ্মাসেতু অবশ্যই বাংলাদেশের জনগণের পৈত্রিক সম্পত্তি : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
পদ্মাসেতু অবশ্যই বাংলাদেশের জনগণের পৈত্রিক সম্পত্তি। এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তার অভিযোগ- পদ্মাসেতু যাতে না হয় সেজন্য বহু ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি। কিন্তু বাংলাদেশের জনগণের ভালবাসা নিয়ে একমাত্র শেখ হাসিনাই পদ্মাসেতু গড়ে দিতে পেরেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, সেলিম ভূইয়া ও মুক্তিযোদ্ধা জমশিদ শাহসহ অন্যরা।