পদ্মাসেতু নির্মাণের বিরোধিতা করে বিএনপি ভুল করেছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিএনপি পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর করেছিলো বলে মির্জা ফখরুলের দাবিকে আবোল-তাবোল কথা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে পিআইবিতে সরকারি সংবাদ সংস্থা বাসসের শিশু বিষয়ক সাংবাদিকতা উন্নয়ন কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণের বিরোধিতা করে বিএনপি ভুল করেছে। তার জন্য ক্ষমা চাওয়া উচিৎ। বিএনপি নয়, আওয়ামী লীগই পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর করেছে এবং সফলভাবে নির্মাণ শেষ করেছে। কর্মশালায় শিশুদের মানসিক বিকাশ ও সমাজে মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকতার গুরুত্বের কথাও তুলে ধরেন হাছান মাহমুদ।