পদ্মায় জেলেদের ইটের জবাবে নৌপুলিশের গু’লি
- আপডেট সময় : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
মা ইলিশ রক্ষা অভিযানে মুন্সিগঞ্জে জেলেদের ইট নিক্ষেপের জবাবে, ৩০ রাউন্ড গুলি ছুড়েছে নৌ-পুলিশ ।এদিকে পদ্মা-মেঘনায় চলছে নিয়মিত অভিযান। আটক করা হচ্ছে জেলেদের।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, নৌ পুলিশ হেডকোয়ার্টাস এর উদ্যোগে মাওয়া নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি সফিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক পুলিশ বুধবার রাত ১টা থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় পদ্মানদী সংলগ্ন কাচি কাটায় আসলে, পুলিশকে লক্ষ্য করে ইট ও চাক্কী নিক্ষেপ করে জেলেরা। পরে ৩০ রাউন্ড গুলি করে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। প্রায় ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। তিনটি ট্রলার জব্দসহ আটক করা হয় ৭ জেলেকে।
পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষার নিয়মিত অভিযানে গত চব্বিশ ঘণ্টায় ১২ নৌকাসহ ১৫ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ কামরুজ্জামান জানান, ১২ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। এসময় ১ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৯৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জেলা নৌ-পুলিশ সূত্রে জানা যায় ১২ দিনে ৬ শতাধিক জেলে আটক হয়েছে। এছাড়া প্রায় ১৬ কোটি মিটার কারেন্ট জাল ও প্রায় সাড়ে তিন টন ইলিশ মাছ জব্দ করা হয়।